সীমান্তে পাক সেনার অনুপ্রবেশ, পাক সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি— এরপরও চুপ থাকবে দিল্লি?

‘অপারেশন সিঁদুর’-এও শিক্ষা হয়নি পাকিস্তানের। আবারও কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালালো পাক সেনা। গত ১৩ আগস্ট সকালে জম্মু ও কাশ্মীরের বারামুলায় উরি সেক্টর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে তারা। যদিও এর পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতীয় জওয়ানরা। জানা যাচ্ছে, পাকিস্তানের সেনার ব্যাট টিমকে ব্যবহার করে জঙ্গিরা ভারতের ফরোয়ার্ড পোস্টে হানা দেওয়ার চেষ্টা করে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। সংঘর্ষ শুরু হতেই অনুপ্রবেশকারীরা গা-ঢাকা দেয়। পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সঙ্গে জঙ্গিদেরও থাকার খবর পাওয়া যাচ্ছে। উরি থানার আওতাধীন ১৬ শিখ এলআই-এর এরিয়া অফ রেসপন্সিবিলিটি(AOR)-এ এই হামলা হয়। সে সময় শহিদ হন এক সেনা জওয়ান। গত মঙ্গলবারই ইসলামাবাদে পাকিস্তানের সঙ্গে আমেরিকার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের লড়াইয়ের ভূয়শী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে যোগ্য জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিফ মুনির। এবার ভারতের সিন্ধু জলচুক্তি বাতিলের বিরোধিতা করে কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সিন্ধুর জল আটকালে সরাসরি যুদ্ধের বার্তা দিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মদতে ইসলামাবাদের এই আচরণ যে খুব ভালো ভাবে নিচ্ছে না ভারত সরকার তা স্পষ্ট। এই আবহে জম্মু ও কাশ্মীরে জঙ্গি দমনে ‘অপারেশন অখাল’ চলছে। তবে ইসলামাবাদের তরফে এই ধরনের বিবৃতি সামনে আসার পর ভারত সরকার কী পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। সব মিলিয়ে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যেই উত্তেজনার পারদ যে ক্রমশ চড়ছে তা স্পষ্ট।