আমার ধমনী শিরায় তৃণমূল, প্রত্যাবর্তনের পরই বার্তা শোভনের

আভাসটা বেশ কয়েকদিন আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেটাই হল। সোমবার আনুষ্ঠানিকভাবেই তৃণমূল কংগ্রেসে(TMC) প্রত্যাবর্তন হল শোভন চট্টোপাধ্যায়ের(Sovan Chatterjee)। একইসঙ্গে ফিরলেন বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও(Baishakhi Banerjee)। এদিন সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন অরূপ চট্টোপাধ্যায়। সেখানেই শোভন(Sovan Chatterjee) ও বৈশাখির দলে প্রত্যাবর্তনের কথা ঘোষণা করেন অরূপ বিশ্বাস। দলে প্রত্যাবর্তনের পর উচ্ছ্বসিত শোভন চট্টোপাধ্যায়ও। তাঁর সাফ বক্তব্য শরীরের প্রতিটা ধমনীতে নাকি তাঁর তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চলাকালীনই তাঁর সঙ্গে দেখা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেই তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল। তার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও হয়েছিল বৈঠক। এরপর শহরে ফিরেই শোভন চট্টোপাধ্যায়কে(Sovan Chatterjee) পদ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অবশেষে নভেম্বরের শুরুতেই তৃণমূলে প্রত্যাবর্তন। বিধানসভা নির্বাচনের আগে এটা তৃণমূলের(TMC) একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন অরূপ বিশ্বাস(Arup Biswas) জানান যে তৃণমূলে ফেরার জন্য নাকি আবেদন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপরই তাঁর প্রত্যাবর্তন। নিজের দলে ফিরে আপ্লুত শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। শোভন জানিয়েছেন, “আমার ধমনী, শিরায় তৃণমূল কংগ্রেস। এই দলের সঙ্গে আমার আত্মার যোগাযোগ। আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আগামী দিনে যে দায়িত্ব পাব তা নিষ্ঠার সঙ্গে পালন করব। আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব। আমার ঘরকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করব”। তৃণমূলে যোগ দেওয়ার পরই অভিষেক বন্দ্যোপাধ্যয়ের সঙ্গে সাক্ষাত করেন শোভন ও বৈশাখি। সেখানেই তাদের সঙ্গে নানান আলোচনা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তাদেরকে স্বাগত জানিয়েছেন।