অভয়ার পরিবারের ডাকে নবান্ন অভিযানে ভয় পেয়েই কলকাতা ছেড়েছে মুখ্যমন্ত্রী, বুধবার নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি নিজের চেয়ার বাঁচাতে রাজ্যের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাচ্ছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। তারই পাল্টা হিসাবে বুধবার রাজ্যের বিরোধী দলনেতাকে কার্যত ‘উন্মাদ’ বলে কটাক্ষ করেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপার্সন দেবাংশু ভট্টাচার্য। রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করে দেবাংশু বলেন, “এই লোকটা বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছে। ওর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।” দেবাংশুর আরও প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায় পালাতে যাবেন কেন? এর আগে যখন নবান্ন অভিযান হয়েছিল তখন উনি পালিয়ে গিয়েছিলেন? নিজেরা কিছু করতে পারেন না আবার বড় বড় কথা। শুভেন্দু বাবু মনে হয় ভুলে গেছেন তদন্ত সিবিআই করছে। এই ঘটনার ১২ ঘণ্টার মধ্যে বাংলার পুলিশ যাকে গ্রেফতার করে সিবিআই এখনও পর্যন্ত তাঁকেই এই ঘটনায় জড়িত এক ও একমাত্র দোষী বলেছে। আসলে শুভেন্দু বাবু এই ঘটনা কেও নোংরা রাজনৈতির রূপ দিচ্ছেন, ওনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার ভেবে।”







