সমস্ত পূর্বাভাস, আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে বিহারে(Bihar Election) ফের গেরুয়া ঝড়। বিপুলভাবে জিতে এবার বিহারে সরকার গড়ার পথে এনডিএ-জোট(NDA)। এসআইআর পরবর্তী বিহার ভোটেই কার্যত বাজিমাত বিজেপি(BJP) এবং নীতিশ কুমারের(Nitish Kumar) জেডিইউ জোটের। এই ফল দেখার পরই হুঙ্কার বঙ্গ বিজেপির দুই প্রধান নেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari) এবং সুকান্ত মজুমদারের(Sukanta Majundar)। বিহার, উড়িষ্যার পর এবং বাংলাতেও নাকি হতে চলেছে পালা বদল। আর এই নিয়েই ফের একবার উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
এসআইআর(SIR) এবারের নির্বাচনে অন্যতম প্রধান হাতিয়ার প্রতিটা রাজনৈতিক দল গুলোর। বিশেষ করে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বঙ্গ রাজনীততে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। পশ্চিমবঙ্গের আগেই বিহারে হয়েছিল এসআইআর। সেই নিয়েও কম সুর চড়ায়নি বিজেপি(BJP) বিরোধী দলগুলো। তাই এই বিহার নির্বাচন যে সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা রাখে না।
এসআইআর পরবর্তী বিহার(Bihar Election) নির্বাচনে কার্যত ইতিহাস গড়তে চলেছে এনডিএ জোট। জেডিইউয়ের থেকে বেশি আসনে জয় পয়েছে বিজেপি। এটা দেখার পরই শুভেন্দু অধিকারির(Suvendu Adhikari) রাজ্য সরকারকে কটাক্ষ করে বিরাট বার্তা। শুভেন্দু অধিকারি বলেছেন, “বিহারের পর এবার বাংলা। এসআইআরের পর স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হবে। ২০২১ সালে নন্দীগ্রাম যেটা করেছে, ২০২৬ সালে গোটা বাংলায় দেখা যাবে সেই ছবি”।
শুধুমাত্র শুভেন্দু অধিকারি নয়, একইরকমভাবে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদারও(Sukanta Majumdar)। তাঁর তো স্পষ্ট কথা, অঙ্গ, কলিঙ্গ হয়ে গিয়েছে, এবার পালা বঙ্গ জয়ের। তিনি বলেন, “অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। অর্থাৎ বাংলা, বিহার ও উড়িষ্যা। কলিঙ্গ মানে উড়িষ্যা জয় হয়ে গিয়েছে। অঙ্গ মানে বিহার জয় হয়ে গেল। এবার পালা বাংলার। বাংলার মানুষ নিশ্চই সঠিক সিদ্ধান্ত নেবেন। বিহারের মতো বাংলার মানুষও জঙ্গলরাজ থেকে মুক্তি পেতে চান”।
এসআইআর পরবর্তী বিহারেই ছিল প্রথম নির্বাচন। সেখান এনডিএ জোট এবং বিজেপির এমন সাফল্য যে বঙ্গ বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। সেখানে কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







