বাইশে শ্রাবণ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বিশ্বভারতীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বৈতালিক, ব্রহ্মউপাসনা, বৈদিক মন্ত্রপাঠ ও রবীন্দ্রসংগীতে ভরে ওঠে শান্তিনিকেতনের গৌরপ্রাঙ্গণ। এ দিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যোগ দেন এই অনুষ্ঠানে, বৃক্ষরোপণ করেন এবং বিশ্বভারতীর পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এরপর সাংবাদিকদের প্রশ্নে ভিন রাজ্যে বাঙালি শ্রমিক আক্রান্তের ঘটনা ও বাংলা ভাষার ‘শুদ্ধতা’ প্রসঙ্গে সরব হন তিনি। বলেন, “আমরা উর্দু-আরবি মুক্ত বাংলা ভাষা চাই। মাকে মা, জলকে জল বলব।” দিল্লি পুলিশের পক্ষে দাঁড়ানো নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যর মন্তব্যের ‘ভুল ব্যাখ্যা’ হচ্ছে বলেও দাবি করেন মন্ত্রী। ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “এটা রাজনৈতিক আক্রমণ করার চেষ্টা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আলাদা করতে গিয়ে কয়েকজন ভারতীয় বাঙালির নাম চলে আসতে পারে, তাদের রক্ষা করা দায়িত্ব বিজেপির। এতে তাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।”
অন্যদিকে বাংলায় এসআইআর (SIR) নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে সরব হয়েছেন, তার পাল্টা উত্তরে এদিন সুকান্ত মজুমদার জানান, “এটি একটি নিয়মিত প্রক্রিয়া। এটা সারা দেশেই হবে।” বিরোধীরা ভোটার তালিকায় থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ না দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এদিনের অনুষ্ঠানে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষও উপস্থিত ছিলেন।







