একাধিকবার চোট সারিয়ে ফিরে এসেছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। সেটা কখনও কাঁধের চোট সারিয়ে তো কখনও পায়ের চোট সারিয়ে মাঠে ফিরেছেন এবং অসাধারণ কামব্যাক করেছেন। কিন্তু এবার অ্যাবডমিনাল চোটের জন্য ফের মাঠের বাইরে রয়েছেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। কিন্তু মাঠে ফেরার কাজটা শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই ডাইভ দিয়ে ক্যাচ ধরাকালীন বড়সড় চোট পেয়েছিলেন ভারতীয় দলের তকারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। সেই সময় মামুলি চোট মনে হলেও, পরবর্তীতে সেটাই বড় আকার ধারণ করেছিল। শরীরের অ্যাবডমিনাল অংশে হঠাৎই আভ্যন্তরীন রক্তক্ষরণ হয়েছিল শ্রেয়সের। সেই থেকেই আর মাঠে ফিরতে পারেননি তিনি।
ধীরে ধীরে শ্রেয়স সুস্থ হয়ে উঠলেও, এখনও পর্যন্ত চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশেষ করে তাঁর দ্বিতীয় স্ক্যান না হওয়া পর্যন্ত কোনওরকম ভাবেই বোঝায় যাবে না যে শ্রেয়স কবে সুস্থ হয়ে উঠতে পারেন। শোনাযাচ্ছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে সেই স্ক্যান। তারপরই শ্রেয়সের রিহ্যাব শুরু হওয়ার একটা পরিকল্পনা রয়েছে।
এই মুহূর্তে তাঁকে অত্যন্ত সাবধানেই চলা ফেরার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ক্রিকেট মাঠে নামার মতো কোনওরকম অনুশীলনই এখন তিনি করতে পারবেন না। অত্যন্ত হাল্কা অনুশীলনই সারতে পারবেন শ্রেয়স(Shreyas Iyer)। ফের যাতে তাঁর রক্তক্ষরণ শুরু না হয় সেদিকেই আপাতত চিকিৎসকলের প্রধান নজর।
জসপ্রীত বুমরাহ থেকে ঋষভ পন্থরা যে চিকিৎসকলের পর্যবেক্ষণে ছিলেন, সেই চিকিৎসকের তত্ত্বাবধানেই রয়েছেন ভারতীয় ওডিআই দলের সহ অধিনায়ক। তবে মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকেই তিনি বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিতে পারেন। সেখানে রিহ্যাব করার পর ফের একটা পরীক্ষা হবে শ্রেয়স আইয়ারের।
সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইপিএল দিয়েই হয়ত মাঠে ফিরতে চলেছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।





