দুই ব্যক্তির এক ভোটার কার্ড(Voter Card)। এসআইআর(SIR) শুরু হওয়ার আবহে হঠাৎই একই ভোটার কার্ড নিয়ে দ্বন্দ্ব দেখা দিল শীতলকুচিতে। শেষপর্যন্ত ঘটনাস্থলে আসে পুলিশ। দুই ব্যক্তির একই এপিক নম্বর থেকে একই কার্ড। আর এই নিয়েই গোলযোগ বাধে এলাকায়। সেখানেই সকলের অভিযোগ এই দুজনের মধ্যে একজন নাকি বাংলাদেশি। বুধবার এমনই ঘটনার চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত বড় গদাইখোঁড়া এলাকায়।
ইতিমধ্যেই শুরু হয়েছে এস.আই.আর(SIR)- এর কাজ । আর এই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বি এল ও (BLO) বাড়ি বাড়ি ফর্ম ফর্ম পৌছে দেওয়ার কাজ শুরু করেছেন । আর ঠিক এই সময়ে দেখা যাচ্ছে স্থানীয় এক যুবকের নাম মেহেবুব আলম তার এই ২০২৫ সালের আগে ভোটার লিস্টে নাম আছে । তবে তালিকায় বাবার নাম গরমিল রয়েছে । সেটাই যাচাই করতে গিয়ে দেখা যায়। একই এপিক নাম্বারে অন্য এক ব্যক্তির ছবি রয়েছে সঙ্গে বাবার নামও পরিবর্তন হয়েছে। তবে দুজনের ব্যক্তির নাম মেহেবুব আলম।
কিন্তু স্থানীয়দের বক্তব্য ভোটার তালিকায় নতুন যে ছবিটি রয়েছে সেই ছবির ব্যক্তি বাংলাদেশি । কারচুপি করে এপিক নম্বর ঠিক রেখে বাবার নাম ও ছবি পরিবর্তন করে দেয়। এই ঘটনায় জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে মানুষ জড়ো হয় এবং চাঞ্চল্য তৈরি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শীতলকুচি থানার পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিকে থানায় নিয়ে যায়। পুলিশ জানাই গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।







