চলতি মাসের ৯ তারিখ অভয়া কাণ্ডের ১ বছর পূর্ণ হবে। ন্যায় বিচার যে হয়নি, তা মানছেন রাজ্যের বেশিরভাগ মানুষই।
গত বছর আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যা মামলার পর গঠিত চিকিৎসকদের ফোরাম ‘অভয়া মঞ্চ’-এর প্রতিনিধিরা শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের সামনে একটি সমাবেশ করেন। ঝাড়ু হাতে বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে রাজ্য সরকারের সাথে যোগসাজশে কাজ করার কারণেই সিবিআই তদন্তে ‘বিলম্ব’ হচ্ছে। “সিবিআই রাজ্য সরকারের সাথে সমঝোতার জন্য কাজ করছে। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অপরাধ সংঘটিত হওয়ার এত মাস পরেও, তারা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি,” দাবি করেছেন অভয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক তমোনাস চৌধুরী। গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত স্নাতকোত্তর চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল, যা সারা দেশে ক্ষোভের সৃষ্টি করেছিল। কলকাতা পুলিশ সঞ্জয় রাই নামে এক সিভিক পুলিশকে গ্রেপ্তার করে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও সঞ্জয়কেই মামলার একমাত্র অভিযুক্ত করে। ২০ জানুয়ারী ট্রায়াল কোর্ট অভিযুক্ত সঞ্জয় রায়কে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। মামলার কথিত ষড়যন্ত্রের দিকটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। প্রসঙ্গত, ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে ৯ আগস্ট কলকাতায় অপরাধের সাথে সম্পর্কিত দুটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি পর্যন্ত একটি মিছিল বের করার কথা রয়েছে। ৯ আগস্ট ‘অভয় মঞ্চ’-এর সদস্যরা ‘রক্ষা বন্ধন’ পালন করবেন এবং ১৪ আগস্ট, ফোরাম রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত কলকাতা এবং সংলগ্ন শহরতলির এলাকা জুড়ে ‘রাত্রি পুনরুদ্ধার’ পদযাত্রার ডাক দিয়েছে।







