মুর্শিদাবাদের ডোমকলে বেহাল রাস্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা জল, আর তার মাঝেই মাছ ছেড়ে অভিনব প্রতিবাদে সরব হলেন রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে ডোমকল ব্লকের সারাংপুর অঞ্চলের শ্যামপুর থেকে নাজিরপুর মোড় পর্যন্ত রাস্তায়।
পাকা রাস্তায় হাঁটুসমান জল, বড় বড় গর্ত—এ যেন রাস্তায় নয়, তৈরি হয়েছে একপ্রকার জলাশয়! সেই জলেই এদিন স্থানীয়রা প্রতীকীভাবে ছেড়ে দেন মাছ। তাঁদের বক্তব্য, “যেখানে রাস্তায় চিরকাল জল জমে থাকে, সেখানে তো মাছ চাষই ভালো! প্রশাসন যদি নজর না দেয়, তাহলে বাধ্য হয়েই এর থেকে বড় আন্দোলনে যাব আমরা।” স্থানীয়দের দাবি, বহুবার প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের জানানো হলেও কোনও সুরাহা হয়নি। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষ—সবাই যাতায়াত করেন। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ।
এই অভিনব প্রতিবাদের ছবি-ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ নেটিজেনরাও এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছেন।







