আজ বঙ্গ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণীর এইমসে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর রাজ্যে আসা। বুধবার দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। আজ বঙ্গ সফর রাষ্ট্রপতির সুরক্ষার কথা ভেবে তাই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। গোটা এইমস চত্বর পুলিশ ও আধা সামরিক বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে। বুধবার এইমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে বক্তব্য রাখার পাশাপাশি তিনি শংসাপত্রও তুলে দেবেন ছাত্রদের হাতে। নিয়ম অনুযায়ী এই অনুষ্ঠানে হাজির থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আজ কল্যাণীর এইমসে উপস্থিত থাকতে পারবেন না। তাঁর পরিবর্তে এদিন হাজির থাকবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
সূত্রের খবর, কল্যাণীর এইমসে অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যাওয়ার কথা আছে দক্ষিণেশ্বর মন্দিরেও। রাতে রাজভবনে রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। এরপর দুপুরে রওনা দেবেন ঝাড়খণ্ডের উদ্দেশে। তাই তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে এই শহরের যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।







