কয়েক দফা দাবী নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল এবার কংগ্রেস(Pradesh Congress)। কংগ্রেসের এই স্মারকলিপিতে যেমন মতুয়াদের(Motua) পাশে দাঁড়ানোর কথা উল্লেখ আছে, তেমনই এসআইআরের সময়সীমা বাড়ানোর দাবীও জানানো হয়ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের(Pradesh Congress) তরফে। সেইসঙ্গে বিএলও-দের ওপর যে বাড়তি চাপ পড়েছে সেদিকেই বিশেষ দৃষ্টি আকর্ষণের কতা জানানো হয়েছে রাজ্য কংগ্রেসের তরফে। একইসঙ্গে মতুয়াদের নিয়ে তৃণমূল(TMC) এবং বিজেপির(BJP) দ্বিচারিতার কথাও জানানো হয়েছে।
এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের(Pradesh Congress) সভাপতি শুভঙ্কর সরকারের(Shubhankar Sarkar) নির্দেশে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিশেষ পর্যবেক্ষক ( রোল-রিভিশন) সুব্রত গুপ্তের সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে কংগ্রেসের পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রশান্ত দত্ত, পার্থ ভৌমিক, আশুতোষ চট্টোপাধ্যায় এবং রোহন মিত্র
কয়েকদিন আগেই দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের(TMC) দশ দলের কমিটির সদস্যরা। এবার রাজ্যে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস(Pradesh Congress)। তাদের জোরালো দাবী মতুয়াদের স্বার্থরক্ষা নিয়েই। এসআইআরের নামে যেন মতুয়াদের কোনওরকম অসুবিধা না হয় সেই কথাই জাদের স্মারকলিপিতে রয়েছে। প্রদেশ কংগ্রেস নেতাদের সাফ বক্তব্য মতুয়াদের নাগরিকত্ব নিয়ে দ্বিচারিতা করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। মতুয়াদের কোনওরকম অসুবিধা যে রাজ্য কংগ্রেস মেনে নেবে না সেই কথাও সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেসের(Pradesh Congress) স্মারকলিপিতে।
মতুয়াদের নাগরিকত্ব নিয়ে যে দ্বিচারিতা করছে বিজেপি(BJP) ও তৃণমূল(TMC) তা উল্লেখ করে কংগ্রেস প্রতিনিধি দলের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানানো হয় যে, মতুয়ারা এদেশেরই নাগরিক, তাঁদের নাগরিকত্ব ও ভোটাধিকার নিয়ে কোনো নেতিবাচক পদক্ষেপ কংগ্রেস বরদাস্ত করবেনা। মতুয়া সম্প্রদায়ের ভোটাধিকার ক্ষুন্ন করার যেকোনো অপচেষ্টা কংগ্রেস রুখবে বলেও এদিন দলের পক্ষ থেকে জানানো হয়। কংগ্রেসের পক্ষ থেকে এদিন স্পষ্ট ভাবে উল্লেখ করা হয় দেশভাগের আগে যাঁরা বিভিন্ন কারণে উদ্বাস্তু হয়ে এদেশের মাটিতে এসেছেন তাঁরা এদেশেরই নাগরিক। সুতরাং ভোটার তালিকা থেকে মতুয়াদের নাম বাদ দেওয়া হলে তা হবে একটা বেআইনি ও অনৈতিক কাজ।







