প্রয়াত হলেন বাংলার এক সময়ের রাজ্যপাল লা গনেশন। সূত্রের খবর, গত ৮ অগাস্ট নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান গনেশন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এমনকী সার্জারিও করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার সন্ধ্যায় চেন্নাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজের এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “একজন আদ্যোপান্ত জাতীয়বাদী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তামিলনাড়ু জুড়ে বিজেপির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তামিল সংস্কৃতির প্রতিও ছিল তাঁর গভীর ভালবাসা।”
তামিলনাড়ুর থাঞ্জাভুরে জন্ম লা গনেশনের। আরএসএস(RSS)-এর একজন সক্রিয় কর্মী হিসেবে তিনি তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেন, পরে যোগ দেন বিজেপিতে। পরবর্তীতে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন তিনি। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত মণিপুরের রাজ্যপাল ছিলেন তিনি। ওই সময় কালের মধ্যেই ২০২২ সালের জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি নাগাল্যান্ডের রাজ্যপাল হন তিনি। দক্ষিণ ভারতে বিজেপির বিস্তারের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।







