দীর্ঘ সাড়ে তিন বছরের জেল বন্দী দশা থেকে মুক্ত হলেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। মঙ্গলবার দুপুর বেলায় জামিনে মুক্ত হয়ে নাকতলার বাড়িতে পৌঁছলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে একেবারেই নারাজ তিনি। রায় সোমবারি দেওয়া হয়ে গিয়েছিল। মঙ্গলবার নিজের বাড়িতে পৌঁছলেন পার্থ। গাড়িতে ওঠার সময় চোখের জল আটকাতে পারলেন না পার্থ।
প্রায় সাড়ে তিন বছর আগে ইডির(ED) হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে এসএসসি(SSC) নিয়োগ দূর্ণীতির বিরাট অভিযোগ উঠেছিল। সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অর্থ। আর সেই ছবি দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছিল সকলে। এরপরই গ্রেফতার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)।
এরপরই তাঁর বিরুদ্ধে আরও নানান অভিযোগ আনা হয়েছিল। অবশেষে মঙ্গলবার জামিনে মুক্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। সোমবারই পার্থর জামিনের রায় দিয়েছিল আদালত। অবশেষে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের সময় জামিনে মুক্তি পান পার্থ চট্টোপাধ্যায়।
প্রেসিডেন্সি জেলে নয়, বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিনে মুক্তি পেয়ে এদিন সেই বেসরকারী হাসপাতাল থেকেই সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়।







