বিহারের(Bihar) রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করলেন নীতিশ কুমার(Nitish Kumar)। শুধুমাত্র বিহারেই নয়, গোটা ভারতের রাজনীতিতে সবচেয়ে বেশিবার মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার(Nitish Kumar)। বুধবারই তাঁকে সর্ব সম্মতিক্রমে এনডিএ-র(NDA) নেতা হিসাবে বেছে নেওয়া হল। আগামী বৃহস্পতিবারই ঐতিহাসিক গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার। বুধবার রাজ্যপালের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন নীতিশ(Nitish Kumar)।
এসআইআর(SIR) পরবর্তী প্রথম ভোট হয়েছে বিহারে। সমস্ত এক্সিট পোল থেকে হিসাব নিকাশকে ভুল প্রমাণ করে বিহারে(Bihar) ফের একবার ক্যমতায় এসেছে এনডিএ(NDA) জোট। তাও আবার ঐতিহাসিক ফলাফল হয়েছে তাদের। এনডিএ জোট এবার ২০০-এর ওপর আসন নিয়ে ক্ষমতায় এসেছে। সেখানে আবার জোট শরিক হিসাবে এনডিএ-র মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে বিজেপি(BJP)। এরপর থেকে আরেকটা নতুন গুঞ্জন শুরু হয়েছিল।
এনডিএ জোট থেকে কী এবার বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছে। এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সেই নীতিশ কুমারের(Nitish Kumar) ওপরই আস্থা রাখল এনডিএ জোট। বুধবারই সর্ব সম্মতিক্রমে বিহারে এনডিএ-র নেতা হিসাবে নীতিশ কুমারকেই বেছে নেওয়া হল। এই নিয়ে দশবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন নীতিশ কুমার। যা এখনও পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে এর আগে কোথাও দেখা যায়নি।
সেটাই এবার বিহারে দেখা যেতে চলেছে। ভারতীয় রাজনীতিতে এবার এক নতুন ইসিহাস লিখলেন নীতিশ কুমার। বুধবারই রাজ্যপালের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন নীতিশ। বৃহস্পতিবার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করবেন নীতিশ কুমার।







