ছাব্বিশের নির্বাচনের সময় এগিয়ে আসছে। এবার ঘর গোছাতে শুরু করেছে বিজেপি(BJP)। সবকিছু ঠিকঠাক চললে ডিসেম্বরের শেষেই এবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। তবে কোথায় তিনি সবা করবেন তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনওরকম নিশ্চয়তা নেই। তবে শোনাযাচ্চে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহান্তেই নাকি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আবার ডিসেম্বরের শেষ থেকেই অমিত শাহের(Amit Shah) আসার সম্ভাবনা।
আগামী ১ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশন চলবে। এই সময়ের মধ্যে কীভাবে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বঙ্গ সফরে আসবেন, তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল। তবে সূত্রের খবর, এর মাঝে সপ্তাহান্তে মোদির সফরের তোড়জোড় শুরু করেছে বঙ্গ বিজেপি। ১৩ বা ১৪ ডিসেম্বর, শনি ও রবিবার। তাই এই সময়টায় বঙ্গে মোদির(Narendra Modi) সভার আয়োজনে আগ্রহী রাজ্য নেতৃত্ব। সূত্রের আরও খবর, আরামবাগে প্রথম জনসভার পরিকল্পনা চলছে। স্থানীয় প্রশাসনের অনুমতি চাওয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করলে তবে ওই দু’দিনের মধ্যে একদিন প্রধানমন্ত্রীর সভা হতে পারে।







