প্যারালাল নিউজ ডেস্ক: একুশে জুলাই এর প্রস্তুতি সবার শেষে ভরতপুরে তৃণমূল বিধায়ক মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার সভাপতিদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন, লোকসভা ভোটে তার ওয়ার্ড এ তিন নম্বর হয়েছে তিনি পুরস্কৃত হয়েছেন, বিভিন্ন জায়গায় গোষ্ঠীর দণ্ড করছেন তিনি সব জায়গায় গিয়ে ঢুকছেন, হুমায়ুন কবির বলেন
গোষ্ঠীদ্বন্দেই ব্যাস্ত আছে, মানুষের কি হল তা নিয়ে মাথা ব্যাথা নেই, নিজেদের পোস্ট কিভাবে ধরে রাখবো কতটা তেল মেরে ধরে রাখবো , কতটা ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় আঁকড়ে থাকবো এটাই মূল উদ্দেশ্য। তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব অনেক আছে সবাই জানে, সেই দ্বন্দ্ব যখন অতিক্রম করবে সেটাই তার ফল কি হতে পারে , যেটা ভাঙ্গড় হয়েছে যেটা সাইথিয়া হয়েছে সেটা জানো মুর্শিদাবাদের না হয় তার আগাম সতর্ক করছি। তিনি বাবার জমিদারী মনে করেন ভরতপুরে যাবে বড়ঞা যাবে রেজিনগরে যাবে নাম না করে জেলা সভাপতি অপূর্ব সরকারকে কটাক্ষ হুমায়ুনের। নিজের ওয়ার্ডে লোকসভা ভোটের সময় তিন নম্বর হয়েছে। এইসব মূল্যায়ন না হয়ে আবার তারা পুরস্কৃত হয়েছে।







