ত্রিকোণ প্রেম, আর তা থেকেই খুন হন মা ও মেয়ে। বছর পাঁচেক আগে এই হাড় হিম করা হত্যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য শুরু হয় গোটা বাংলায়। আর এই জোড়া খুনের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল তমলুক জেলা আদালত। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হলদিয়ার হলদি নদীর পারে মেলে মা রমা দে ও অষ্টাদশী জেসিকার অর্ধদগ্ধ দেহ। মা ও মেয়েকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করার ঘটনায় গ্রেফতার করা হয় সাদ্দাম হোসেন নামে এক যুবককে । আর এই জোড়া খুন নিয়ে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। শনিবার সেই মামলাতেই অভিযুক্ত সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সাদ্দাম হোসেন নামে ওই যুবকের সঙ্গে প্রথমে সম্পর্ক ছিল মৃত রমা দে’র সঙ্গে পরে রমা দেবীর ১৮ বছরের মেয়ে জেসিকার সাথেও সম্পর্কে জড়িয়ে পড়ে সাদ্দাম। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা রমা দের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ায় মা ও মেয়েকে হলদিয়া য় বাড়াবাড়িতে নিয়ে আসে অভিযুক্ত। যাতায়াত করতে করতে শেষ পর্যন্ত রমা দের মেয়ে ১৮ বছরের জেসিকার সঙ্গে সম্পর্ক তৈরি হয় সাদ্দামের। দু’জনের সঙ্গে প্রেম থাকলেও শেষ পর্যন্ত মা নয় মেয়ে জেসিকাকেই বিয়ে করে অভিযুক্ত। পরবর্তীতে জেসিকার মায়ের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল সাদ্দাম। তবে তা না হওয়ায় শেষ পর্যন্ত, মা ও মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হলদি নদীর ধারে ঝিকুরখালি এলাকায় নিয়ে এসে দুজনের গায়ে পেট্রোল ঢেলে দেয় আগুন লাগিয়ে দেয়, ঘটনায় ৯০ দিনের মাথায় চার্জশিট দেয় পুলিশ। ৫ বছর মামলা চলার পর শেষ পর্যন্ত শনিবার রায় ঘোষণা করা হলো ৩০২(খুন) ও ৩o১ ধারায়।







