ঘরোয়া ক্রিকেটে আগুনে গতিতে এগিয়ে চলেছেন মহম্মদ সামি(Mohammed Shami)। তবুও ভারতীয় দল থেকে ব্রাত্য তিনি। মঙ্গলবার টি টোয়েন্টি সিরিজে যাত্রা শুরু করছে ভারতীয় দল। সেদিনই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mustaq Ali Trophy) নিজের অন্যতম সেরা পারফরম্যান্স দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। মাঠ থেকেই যেন ফের একবার নির্বাচকদের জবাব দিলেন ভারতীয় দলের এই তারকা পেসার। সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই পারফরম্যান্সের পরও কী বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না তিনি, এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে।
ঘরোয়া ক্রিকেটে ফেরার পর থেকেই অজিত আগরকরের(Ajit Agarkar) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল বাংলার তারকা ক্রিকেটার মহম্মদ সামিকে(Mohammed Shami)। বিশেষ করে রঞ্জি ট্রফির একের পর এক ম্যাচের সাফল্যের পরই যেন জোরালো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত ভারতীয় দলে ব্রাত্যই থেকেই সামি। ওডিআইয়ের পাশাপাশি টি টোয়েন্টি দলেও ডাক পাননি তিনি।
এবার টি টোয়েন্টি ফর্ম্যাটেও দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন মহম্মদ সামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ইনিংস খেলে ইতিমধ্যেই ১৬ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গে সার্ভিসেসের বিরুদ্ধে মাত্র ৩৩ রানে সামি(Mohammed Shami) তুলে নিয়েছেন ৪ উইকেট। চলতি মরসুমে টি টোয়েন্টি ফর্ম্যাটে এটাই এখনও পর্যন্ত সামির সেরা পারফরম্যান্স।
সার্ভিসেসের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নেওয়াটা যে সামির ভারতীয় দলের নির্বাচকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা তা বলার অপেক্ষা রাখে না।





