আবার আক্রান্ত হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। তামিলনাড়ুর পর এবার হরিয়ানায় বাংলা বলায় বাংলাদেশী সন্দেহে আটক বসিরহাটের যুবক। বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ভ্যাবলার বাসিন্দা গফফার মণ্ডল। পরিযয়ী শ্রমিকের কাজ করতে গত ১৫ দিন আগে সে হরিয়ানায় যায়। সেখানেই বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশী বলে মারধর করা হয় বলে অভিযোগ তার পরিবারের। মানসিক ও শারীরিক নির্যাতনের পর তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। তাকে আটকে রাখার অভিযোগ ওখানকার স্থানীয় লোকজনের বিরুদ্ধে। হরিয়ানা থেকে গত তিন দিন আগে ১১ আগস্ট রাত্রি সাড়ে এগারোটার সময় তার শেষ ফোন এসেছিল স্ত্রীর মনোয়ারা বিবির কাছে। লুকিয়ে শৌচালয় থেকে ফোনে কাঁদতে কাঁদতে গফফার জানায়, তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে বাংলা ভাষায় কথা বলায়। তারপর থেকে তার মোবাইলের ফোন সুইচ অফ। তার সঙ্গে আর যোগাযোগ করতে পারছে না তার পরিবার। স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারের লোকজন।
তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যাতে সুষ্ঠুভাবে তাদের পরিবারের সদস্য ফিরে আসে। ইতিমধ্যে বসিরহাট থানা এবং বসিরহাট পৌরসভার কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছে গফফারের পরিবার। যাতে সুস্থ, স্বাভাবিক ও সসম্মানে গফফার মণ্ডল বাড়ি ফেরে তার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তার পরিবার। স্ত্রী মনোয়ারা বিবি বলেন, “আমার স্বামীর ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম ও প্যান কার্ড সহ উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে দেখালে তারা মানতে চায়নি। আমাদের আবেদন আমার স্বামী যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে।”







