গত সপ্তাহেই কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল ধরায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মেট্রো স্টেশন। পরিবর্তে ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়। কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের জন্য দীর্ঘ প্রায় ৯ মাস সময় লাগবে। তাই যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার। অফিস টাইমের যাত্রীদের কথা ভেবে সোমবার সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত শাটল বাস চালানো হবে। আর বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শাটল বাসের পরিষেবা দেবে রাজ্য সরকার। ভাড়া ধার্য করা হয়েছে ১০ টাকা।
এবার কবি সুভাষ পর্যন্ত খালি রেক না নিয়ে গিয়ে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু করে দিল মেট্রো কর্তৃপক্ষ। এতদিন শহিদ ক্ষুদিরামে যাত্রীদের নামিয়ে দিয়ে আরও দু কিলোমিটার দূরে গিয়ে কবি সুভাষ থেকে খালি রেক ঘোরাতে হত। যার ফলে কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ বিলম্বিত হচ্ছে বলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে দাবি করা হয়েছে। কারণ মেট্রোর সিগন্যাল ও টেলিকম ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহের মতো বিষয় এ ক্ষেত্রে সচল রাখতেই হবে। স্বভাবতই সংস্কারের কাজে সময়ও বেশি লাগবে। তাছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে যাত্রীদেরও। এসব অসুবিধার কারণেই শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে ৯০ মিটারের মধ্যেই মেট্রো ঘোরানোর বন্দোবস্ত করা হচ্ছে। এমনকী মেট্রো যাতে ঘোরানো যায়, সেজন্য সিগন্যাল এবং পয়েন্ট তৈরি করার বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। সেইসঙ্গে কবি সুভাষ স্টেশন থেকে অস্থায়ীভাবে মেট্রো রেকের কারশেড সরিয়ে নিয়ে আসা হবে টালিগঞ্জ স্টেশনে। সব মিলিয়ে যাত্রীদের সুবিধা এবং কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজে গতি আনতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।







