কোচবিহারে দুদিনের সফর। সেখানে গিয়েই এবার বর্ডার এলাকা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিশেষ করে সেখানে রাজ্য পুলিশকে অনেক বেশি প্রো অ্যাক্টিভ হওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর সাফ বার্তা বর্ডার থেকে নাকি অনেক কিছু এধার উধার হচ্ছে। সেসব বন্ধ করতে আরও বেশি করে নাকা চেকিং বাড়ানো উচিৎ বলেই মনে করছেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রথমদিন প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মমতা। সেখান থেকেই তিনি বলেন, “কোচবিহার জেলা বর্ডার জেলা। আইনশৃঙ্খলা ভালোভাবে দেখে রাখতে হবে। বর্ডার এলাকায় অজথা কোনও হস্তক্ষেপ মানা যাবে না। বিশেষ করে এলাকার আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে হবে বলেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়”।
তিনি আরও জানান, ”রাজ্যের যারা অফিসার আছেন তাঁদের বলব, ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না! তবে প্রো অ্যাকটিভ হন”। একইসঙ্গে আরও বেশি করে নাকা চেকিংয়ের ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ”বর্ডার দিয়ে প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে। নাকাচেকিংটা ঠিকমতো করুন।”
সেই মঞ্চ থেকে বিজেপিকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। মমতা বলেন, “যাঁরা বেশি সমালোচনা করেন, তাঁরাই এটা খেয়ে যায়! আর দোষ হয় অন্য লোকের। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার!”





