এসআইআর(SIR) নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। মন্তব্য-পাল্টা মন্তব্য জুড়ে নির্বাচনের আগে থেকেই যেন তেতে গিয়েছে রাজ্য রাজনীতির আসর। এবার উত্তরবঙ্গ স্টেডিয়াম থেকে ফের একবার বিজেপি(BJP) ও অমিত শাহের(Amit Shah) বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এসআইআর নিয়ে কেন এত তাড়াহুড়ো তা নিয়েও প্রশ্ন তুললেন মমতা। এমনকি অমিত শাহের ইস্তফাও দাবী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
গত সপ্তাহের চার নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যে এসআইআর(SIR)। সেই নিয়েই এখন কার্যত রাজনীতির উত্তাপের মাত্রা ক্রমশই চড়তে শুরু করেছে। যেদিন থেকে এসআইআর(SIR) শুরু হয়েছে, সেদিনই পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই মুহূ্র্তে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা। সেখানে প্রসাসনিক বৈঠক থেকেও অমিত শাহ সহ বিজেপিকে নিশানা করতে ছাড়লেন তিনি। মমতার সরাসরি অভিযোগ এসআইআরের নাম নিয়ে নাকি রাজ্যে সুপার ইমার্জেন্সি পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা চলছে।
এই মুহূর্তে রাজ্যে জোরকদমে চলছে এসআইআর প্রক্রিয়া। শোনাযাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারিই নাক চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে। খুব সম্ভবত তারপরই ঘোষণা হতে পারে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আর সেখানেই কেন এত তাড়াহুড়ো করা হচ্ছে সেটা নিয়েই এবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






