মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR)। আর সেদিনই রাস্তায় নামলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এসআইআরের(SIR) বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু তৃণমূল কংগ্রেসের(TMC)। সেখান থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপও দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একইসঙ্গে আদার কার্ড কেন গ্রাহ্য হবে না তা নিয়েও প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কেন স্বাধীনতার পর নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তা নিয়েও তুলে দিলেন প্রশ্ন।
মঙ্গলবার থেকেই শুরু হয়েছে রাজ্যে এসআইআর(SIR)। এদিন থেকেই সকলের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলও-রা। আর সেদিনই রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সহ অন্যান্য তৃণমূল(TMC) নেতৃত্বরা। সেখানেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকেই বিজেপি সরকারকে তোপ দাগতেও পিছপা থাকলেন না মুখ্যমন্ত্রী। এরপরই নিজের বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “একসময় টাকা দিয়ে আধার কার্ড তৈরি করিয়েছিল বিজেপি সরকার। এখন বলছে, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয়। ২ কোটি নাম বাদ না দিলে এরা ভোটে জিতবে না।” তিনি আরও অভিযোগ করে বলেন, “আমরা এই নাম বাদ দেওয়ার খেলা ধরে ফেলেছি। বিহারে যেমন ইচ্ছে নাম বাদ দিয়েছে।”
মমতার(Mamata Banerjee) মিছিলে এদিব দেখা দিয়েছিল জন জোয়ার। সেখানেই কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। নাম না করলেও কেন্দ্র শাসকদের মির্জাফর বলতেও দ্বিধা করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ প্রশ্ন একসময় যে আধার কার্ড করতে এক হাজার টাকা করে নেওয়া হয়েছিল। তা কেন নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের টাকা লুঠেরও অভিযোগ করেছেন মমতা।
এসআইআরের কাজ শুরু হতেই রাজ্য রাজনীতি যে ক্রমশই উত্তপ্ত হতে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।







