ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক বছরেরর কম সময় বাকি। এই মুহূর্তে রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR) প্রক্রিয়া। সেই পরিস্থিতিতেই সংহতি ও সম্পৃতির ওপর জোর তৃণমূল কংগ্রেসের। আগামী ৬ ডিসেম্বর রাজ্যে বিরাট ভাবে পালিত হতে চলেছে সংহতি দিবস(Sanhati Divas)। সেখানেই উপস্থিত থাকতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বোভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। ছাব্বিশের নির্বাচনের আগে এখন থেকেই কোমড় বাঁধছে তৃণমূল কংগ্রেস(TMC)।
প্রতিবছরই ৬ ডিসেম্বর রাজ্যে পালিন করা হয় সংহতি দিবস। এবারও যে তার অন্যথা হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে সেই দিনকে কেন্দ্র করে এবার তৃণমূলের(TMC) তরফে মলা সমাবেশ করারই পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে মেয়ো রোডের এই সমাবেশ উপস্থিত থাকতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই সমাবেশ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ছাত্র যুব ও সংখ্যা লঘু সংগঠনকে।
দলের অন্যতম মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের তরফে জানানো হয়েছে, ”প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালিত হয়, এটা আমাদের সাংবিধানিক অধিকার। বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতে জাতীয় ঐক্য, সম্প্রীতি দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর। এবারও সেটাই হবে। আমাদের ছাত্র, যুব সংগঠন, সংখ্যালঘু সংগঠন মিলে তার আয়োজন করছে। সকলে আমরা ওই অনুষ্ঠানে অংশ নেব।”
সেদিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরই যে সবচেয়ে বেশি নজর রয়েছে সকলের তা বলাই বাহুল্য। সেদিনের সমাবেশ থেকে তারা কী বার্তা দেন সেটাই দেখার।






