রাজ্যে এসআইআর(SIR) শুরু হওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানউতোর বাড়তে শুরু করেছে। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এবার এসআইআরের জন্য তৈরি হওয়া আতঙ্ক এবং একের পর এক আত্মহত্যার ঘটনায় নির্বাচন কমিশনের(Election Comission) বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কার্যত নির্বাচন কমিশনের অপরিকল্পিত সিদ্ধান্তের জন্যই নাকি এখনও পর্যন্ত ২৮ জনের প্রাণ গিয়েছেন বলেই মনে করছেন মমতা(Mamata Banerjee)।
রাজ্যে এসআইআর(SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার ঘটনা শোনা যাচ্ছে। এমনকি বিএলও-রাও নাকি অত্যন্ত বিধ্বস্ত। ইতিমধ্যেই বুধবার সকালে মালবাজারে এক মহিলা বিএলও-র(BLO) ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যদের দাবী নাকি এই কাজের চাপের জন্যই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন সেই বিএলও।
এই সমস্ত ঘটনা নিয়েই এবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। তাঁ সাফ বার্তা, নির্বাচন কমিশনের এমন অপরিকল্পিত সিদ্ধান্তের জন্যই নাকি মূল্যবান প্রাণগুলো চলে যাচ্ছে। বুধবারই এক্স হ্যান্ডেলে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, “আজ আরও একজন বিএলওকে হারালাম। অঙ্গনওয়াড়িতে কাজ করতেন ওই মহিলা। এসআইআরের এত চাপ নিতে পারেননি।’ সেখানেই মমতা লেখেন, ‘অপরিকল্পিতভাবে একটা কাজ শুরু করে, কর্মীদের এত চাপ দেওয়া হচ্ছে কমিশনের তরফে যার জেরে মূল্যবান প্রাণ চলে যাচ্ছে। যে কাজ করতে আগে ৩ বছর সময় নেওয়া হয়েছে, রাজনীতির কারণে এবার তা ২ মাসে করা হচ্ছে।“
এই মাস থেকেই শুরু হয়েছে এসআইআর(SIR)। তার আগে নির্বাচন কমিশনের তরফে বলে দেওয়াই হয়েছে যে ২০০২ সালে যাদের নাম রয়েছে বা আত্মীয়দের নাম রয়েছে। তাদের কোনওরকম চিন্তা নেই। তবুও মানুষের মনেন নানান প্রশ্ন রয়েই গিয়েছে। সেইসঙ্গে চলছে নানান হিসাব নিকাশও।







