আজ ২৮ আগস্ট। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ‘টিএমসিপি'(TMCP)-র প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে আজ মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভা করবে তৃণমূল ছাত্র পরিষদ। বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা সেই সভার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই মঞ্চ থেকেই ছাত্র-যুবদের উদ্দেশ্য আগামী দিনে কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। পাশাপাশি এই সভায় বক্তব্য রাখবেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে তার আগে এদিন সকালেই দলের ছাত্র-যুবদের উদ্দেশ্য নিজের সোস্যাল সাইটে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কোনও ভাবেই অন্যায়ের সঙ্গে আপোষ না করে মাথা উঁচু করে লড়াই করার বার্তাই দিলেন মমতা। তিনি তাঁর পোস্টে দলের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে লেখেন, “তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের ছাত্র-যুবদের অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর পোস্টে লেখেন, টিএমসিপি (TMCP) তরুণদের তাঁদের কণ্ঠস্বরকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সমাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের অনেকটাই ভূমিকা রয়েছে। ছাত্র পরিষদের প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।” ২৬শে বিধানসভা নির্বাচনের আগে দলের ছাত্র-যুবদের উদ্দেশ্য এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেননা দলের ছাত্র-যুবদের অনেকেই নতুন ভোটার। সেক্ষেত্রে তারা যে আগামী নির্বাচনে তৃণমূলের ভোট-ব্যাংকে অনেকটাই প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।







