দুজনেই তৃণমূলের সাংসদ। দলে দুজনেই মমতা ঘনিষ্ট বলে পরিচিত। কিন্তু বহুদিন ধরেই তাঁদের মধ্যের ‘দ্বন্দ্ব’ বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে রীতিমত চর্চার বিষয়। তবে এবার যেন সব সীমাই পার করে গেলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এবার নাম উল্লেখ করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত ‘শুয়োর’ বলতেও ছাড়লেন না তিনি। শনিবার একটি জাতীয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন মহুয়া মৈত্র। তার বক্তব্য, “না আমি শুয়োরের সঙ্গে কুস্তি করতে পারব না।” আগামী সোমবার দলীয় সংসদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে সেই বৈঠকে আবার দুই সাংসদ মহুয়া মৈত্র এবং শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বিবাদে জড়িয়ে পড়বেন না তো? তারই উত্তর দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কার্যত ‘শুয়োর’ বলে আক্রমণ করে বসলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তবে এই বিষয়ে সরাসরি কিছু বলতে না চাইলেও আগামী দিনে যে এই বিষয়ে তিনি পদক্ষেপ নিতে চলেছেন, তা স্পষ্ট করে দেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।







