স্পেশাল ইন্টেন্সিভ ইন রিসিভিশন বা এস আই আর নিয়ে ইতিমধ্যেই সংসদের ঘরে বাইরে প্রায় নিয়ম করে প্রতিবাদ জানাচ্ছেন ইন্ডিয়া জোটের সাংসদরা, পাশাপাশি আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশন দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। এরই মধ্যে বিহারে প্রকাশিত হয়েছে সংশোধিত ভোটার তালিকা। আর সেখানে রীতিমতো চমকে দেওয়ার মত বিষয় ঘটেছে। কি সেটা? সংশোধিত ভোটার তালিকায় নাম নেই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও লালু প্রসাদ যাদবের পুত্র বর্তমান বিধায়ক তেজস্বী যাদবের নাম! আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বিস্ফোরক দাবি বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর। বিতর্কের মধ্যেও শুক্রবারই সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করে কমিশন। আর তেজস্বীর অভিযোগ, এই সংশোধিত খসড়া তালিকায় নাকি তাঁর নামই নেই। আর কয়েক মাস পর বিহারের বিধানসভা নির্বাচন। এই প্রকাশিত সংশোধিত ভোটার খসড়া তালিকাতে নাম না থাকায় স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে গেল তেজস্বী যাদবের।
লালুপুত্রর প্রশ্ন, ভোটার তালিকায় নাম না থাকলে তিনি নির্বাচনে লড়বেন কী করে? তেজস্বী জানান, তাঁর নামও সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে। অথচ যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএলওর কাছে গিয়ে ফর্ম ভরেছিলেন তিনি। কিন্তু ইলেকটোরাল রোলে এপিক নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। তেজস্বী বলেন, “ভোটার তালিকায় আমার নাম না থাকলে কী করে ভোটে লড়ব?”







