দুশ্চিন্তা নয়, সেমিফাইনালে পঞ্জাব এফসির(Punjab Fc) বিরুদ্ধে প্রথম থেকেই দেখা যেতে চলেছে জয় গুপ্তাকে(Jay Gupta)। গত রবিবারের অনুশীলনে হাল্কা চোট পেয়েছিলেন জয় গুপ্তা। না বড়সড় কিছু নয়। পা মোচকে গিয়েছিল লাল-হলুদের এই ডিফেন্ডারের। সেই থেকেই অনেকে দুশ্চিন্তা করতে শুরু করেছিলেন। তার ওপর সোমবারের অনুশীলনে যখন নামলেন না জয় গুপ্তা(Jay Gupta)। তখন লাল-হলুদ সমর্থকদের চিন্তা বাড়াটাই স্বাভাবিক।
কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর ভয় পাওয়ার কোনও কারণ নেই। একে তো পা মোচকে গিয়েছে, সেইসঙ্গে হাতে সময়ও রয়েছে। সেই কথা মাথায় রেখেই সোমবার জয় গুপ্তাকে বাড়তি বিশ্রাম দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। সোমবারও দলের ফুটবলারদের নিয়ে বেশিরভাগ সময় ম্যাচ সিচুয়েশন প্রস্তুতিতেই কাটালেন লাল-হলুদ কোচ।
আগামী ৪ ডিসেম্বর পঞ্জাব এফসির বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ইস্টবেঙ্গল(Eastbengal)। যদিও তার আগে দলকে চাপমুক্ত থাকার পরামর্শই দিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডকোচ। এছাড়া ফুটবলাররাও বেশ খোশ মেজাজেই রয়েছেন গোয়াতে। এই মুহূর্তে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশ কী সাজাবেন তা নিয়েই একটু বেশি চিন্তিত অস্কার। শেষপর্যন্ত ফাইনালের টিকিট ইস্টবেঙ্গল কাটতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।







