প্যারালাল নিউজ ডেস্ক: বজ্রপাতে পুড়ে গেলো দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার এর মন্দিরের ধজ্বা। পূর্ব মেদিনীপুরেও সকাল থেকে প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। যার থেকে বাদ যায়নি সমূদ্র সুন্দরী দিঘাও। সকাল থেকেই দীঘাতে’ও প্রবল বৃষ্টিপাত। আর জেরে হওয়া বজ্রপাতে পুড়ে যায় দীঘার মন্দিরের ধজ্বা। যা নিয়ে সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা। এমনকী ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে এই ঘটনা ঘটেছে বলে লেখেন তিনি। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ। ” রাজনীতির জন্য ধর্ম নিয়ে ছেলেখেলা তিনি ভালো ভাবে নেন নি। বিধর্মীদের যথেচ্ছ প্রবেশ, আমিষ খাবার খেয়ে শাস্ত্রবিধি না মেনে পুজো অর্চনা, রথের রশি জুতো দিয়ে মাড়ানো সব ভুরি ভুরি অনাচার। কোনো একজনের অহংবোধকে তুষ্ট করতেই মহাপ্রভু কে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কথায় আছে ” চখা আঁখি সবু দেখুচি…।” গোটা বিষয় বিরোধী দলনেতার বক্তব্যকে কিছুটা মান্যতা দিয়েছে পুরীর সেবাইত রাজেশ দ্বৈতপতি। তাঁর মতে, “পুজোর বিঘ্ন থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঠিক হয়ে যাবে। বিরোধী দলনেতা যে অভিযোগ করেছে পুজো ঠিক ঠাক না হওয়ার সেটাও হতে পারে সব খতিয়ে দেখা হচ্ছে।”







