পুজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপুজো। এরই মধ্যে চারিদিকে বেশ উৎসবমুখর আবহ তৈরি হয়ে গেছে। এখন তো মহালয়ার পর থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় উপচে পড়ে। ষষ্টী-সপ্তমীর জন্য আর অপেক্ষা করে থাকে না কেউ। তবে এবার বর্ষার পরিমাণ গত বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি হওয়ায় সমস্যার মধ্যে পড়েছেন অনেক পুজো উদ্যোক্তা। সেক্ষেত্রে আগামী রবিবার মহালয়া। তারপর থেকেই শুরু হবে দেবীপক্ষ। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্নের মেঘ উঁকি দিচ্ছে তা হল, এবার পুজোয় বৃষ্টি হবে না তো? এ বিষয়ে কী বলছে হাওয়া অফিস, আসুন দেখে নিই (Weather Reports)।
গত দু দিন রোদ ঝলমলে আবহাওয়া দেখে আপনিও নিশ্চয় এতক্ষণে পুজোর প্ল্যানিং শুরু করে দিয়েছেন। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট দেখার পর আপনার কপালেও যে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। হাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ শুক্রবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতায় শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ। দক্ষিণবঙ্গের সব জেলায় মোটামুটি ভাবে একই রকম আবহাওয়া থাকলেও পূর্ব বর্ধমানের জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পালাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত যে এবারের পুজোতে মাথাব্যথার কারণ হতে পারে তারও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।







