২৬ শের নির্বাচনে বাঙালি অস্মিতার সাথে সাথে যে ফের এনআরসিকেই হাতিয়ার করে তিনি ভোটে নামতে চাইছেন বারে বারে প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই এনআরসি নিয়ে মমতার টার্গেট অসম। নিজের বক্তব্যে একাধিকবার অসম সরকারকে কাঠগড়ায় করিয়েছেন তিনি, আসলে এনআরসি’র নাম করে যে আসলে বাঙালিদেরই বাস্তুচ্যুত করা হচ্ছে, একাধিক বক্তব্যে সেটাই তুলে ধরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার এই ইস্যুতে ময়দানে নামলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। এন আর সি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন বলে বাংলার মুখ্যমন্ত্রী কে সরাসরি আক্রমণ অসমের মুখ্যমন্ত্রীর। তাঁর বক্তব্য, “শেষ পাঁচ বছরে এটা নিয়ে একটাও কথা বলেননি। আসলে এনআরসির নামে ভয় পাইয়ে তাদের ভোট পাওয়ার চেষ্টা করছে।” বিহারের পাশাপশি অসমেও বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরার পাশাপশি এই জেলাতেও প্রচুর বাঙালি ভোটার আছেন। মোট জনসংখ্যার ৩০% মানুষ বাঙলাভাষী, ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী হাইলাকান্দি, বরাক ভ্যালি সহ অঞ্চলে প্রায় ৩১,২০৫,৫৭৬ জন বাঙালি। বেশ কয়েকটি বিধানসভা আসনে এই বাঙালিরাই বড় ফ্যাক্টর। রাজনৈতিক মহলের মতে, মমতার এই এনআরসি আর বাংলার অপমান ইস্যু একটা বড় প্রভাব নিজের রাজ্যের বাঙালিদের ওপর পড়তে পারে এই সম্ভাবনা থেকে এবার ময়দানে হেমন্ত। তাঁর আরোও বক্তব্য,”মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলছেন এন আর সি মানবেন না, এনআরসি কোথায়? কেউ এন আর সি র নির্দেশ দেয়নি। আসলে ভয় দেখিয়ে বাঙালি ভোট পাওয়ার জন্য উনি চেষ্টা করছেন।”







