কোচবিহারের খাগড়াবাড়িতে আক্রান্ত হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি বুলেট প্রুফ গাড়িতে ইট, এমনকি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই গোটা ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা। তবে শুভেন্দু অধিকারী তাঁকে ‘খুনী’ বলে আক্রমণ করলেও বিষয়টি নিয়ে ভাবতে নারাজ উদয়ন গুহ। বরং শুভেন্দু অধিকারীর মত ‘বাংলা বিরোধী’রা কোচবিহারে আসলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, তার একটা আগাম ইঙ্গিত দিয়ে দিলেন উদয়ন গুহ। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্পষ্ট বললেন, “এতদিন তৃণমূল আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে আক্রমণ করেছেন, আমরা সেটা গণতান্ত্রিকভাবে মেনে নিয়েছি। কিন্তু বাংলা ভাষা, বাঙালি আক্রান্ত হচ্ছে। আমাদের মুখের ভাষা আমাদের মাতৃভাষা যদি আক্রান্ত হয়, তৃণমূল কর্মীরা চুপ থাকবে না। বাঙালি হিসেবে আমরা কেউ ঘরে বসে থাকব না। ওদের ভাষাতেই এসব মূর্খদের বুঝিয়ে দেব। খুব স্পষ্ট করে বলছি, বাংলা ভাষাকে অপমান করলে, আক্রমণ করলে, আমি ঘরে বসে থাকব না। মনে রাখতে হবে বাঙালিদের আক্রমণ করলে নিস্তার নেই।”







