শৃঙ্খলাভঙ্গের দায়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে(Humayun Kabir) সাসপেন্ড করেছে তৃণমূল(TMC)। তার কয়েক ঘন্টা পরই বহরমপুরের সভায় তৃণমূল নেত্রী তথা মুক্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখান থেকেই নাম না করেই হুমায়ুন কবীরকে(Humayun Kabir) বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার(Mamata Banerjee) সাফ বক্তব্য একটা ধান পচে গেলে বাকিদের বাঁচাতে সেই ধানকে সরিয়ে দেওয়াই নাকি উচিৎ। তৃণমূলের এই পদক্ষেপের পরই বঙ্গ রাজনীতি মহলে শুরু হয়ে গিয়েছে নানান কানাভুসো।
বেশ কয়েক মাস ধরেই দল বিরোধি মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের(TMC) অস্বস্তি বারবার বাড়াচ্ছিলেন হুমায়ুন কবীর। সম্প্রতি বহরমপুরে বাবরি মসজিদ তৈরি নিয়েও একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে শুরু করেছিলেন এই তৃণমূল বিধায়ক। অবশেষে তাঁকে সরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এরপরই বহরমপুরের সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বার্তা। তিনি জানিয়েছেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নইলে বাকি গুলোও পচে যায়।
বৃহস্পতিবার সকালেই সাংবাদিক সম্মেলন করেছিলেন ফিরহাজ হাকিম। সেখান থেকেই তিনি হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। সেখানেই ফিরহাদ জানিয়েছিলেন, “দল হুমায়ুনের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখবে না।”






