মাঠের বাইরে বা সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে কে কী বলছেন তা নিয়ে একেবারেই চিন্তিত নন ভারতীয় দলের পেসার হর্ষিত রানা(Harshit Rana)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন রানা(Harshit Rana)। যদিও তাঁকে নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। বিশেষ করে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কাছের ক্রিকেটার বলেই সকলে তাঁকে দাগিয়ে দিচ্ছেন। এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে দল ঘোষণার সময়ও তাঁকে স্কোয়াডে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই স্কোয়াডে ভারতীয় দলের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র হর্ষিত রানা(Harshit Rana)। কিন্তু গত ম্যাচ গুলোতে তাঁর খারাপ পারফরম্যান্স নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে নানান ট্রোল হতে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গেই অবশেষে মুখ খুললেন ভারতীয় দলের এই পেসার।
দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামার আগে হর্ষিত রানা(Harshit Rana) বলেন, আমি যদি এখন বাইরের এই সমস্ত কথাবার্তা নিজের মাথায় নিতে থাকি, তবে মাঠে খেলতেই তো পারব না। আমি যতটা সম্ভব এইসমস্ত জিনিস এড়িয়ে যেতেই চাই। আমি মাঠে কেমনভাবে খেলব সেই দিকেই সম্পূর্ণ ফোকাস করতে চাই। বাইরে কে কী আমায় নিয়ে বলছে তা নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। কঠোর পরিশ্রমের দিকেই আমি সম্পূর্ণ মনোনিবেশ করি।
ব্যর্থ হওয়ার পরও বারবার তাঁকে দলে রাখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে। অনেকেই আবার বলতে শোনা গিয়েছে যে গম্ভীরের সাপোর্টের জন্যই নাকি বারবার ভারতীয় দলে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি।
যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে বল হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন হর্ষিত রানা। ১০ ওভারে ৬৫ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। রিকেলটন, কুইন্টন ডিকক এবং ডেওয়াল্ড ব্রেভিসের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অবশেষে হর্ষিত রানা মুখ খুললেন তাঁকে নিয়ে হওয়া ট্রোলিং নিয়ে। কার্যত ট্রোলিংয়েরই জবাব দিলেন এবার হর্ষিত রানা।







