ভারতীয় ফুটবলারদের জন্য বিশেষ উদ্যোগ সর্বভারতীয় ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের(FPAI)। ফুটবলারদের রিহ্যাব ও ফিটনেসের সমস্যা মেটাতে বেঙ্গালুরুর র্যাপিড স্পোর্ট ফিটনেসের(RSF) সঙ্গে গাঁটছড়া বাঁধল ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া(FPAI)। পুরুষ এবং মহিলা উভয় ফুটবলারদেরই আরও উন্নত মানের রিহ্যাবের জন্যই এই বিশেষ পদক্ষেপ তাদের। সাধ্যের মধ্যে থেকেই যাতে গোটা ভারতের বিভিন্ন জায়গার ফুটবলাররা দ্রুত তাদের রিহ্যাব প্রক্রিয়ার মাধ্যমে ফিট হয়ে উঠতে পারেন সেই কারণেই এই গাঁটছড়া বাঁধল এফপিএআই।
চোট পেলে রিহ্যাব তো রয়েছেই, সেইসঙ্গে কোনও ফুটবলার যদি অফ সিজনেও নিজের রিহ্যাব বা ফিটনেস ট্রেনিং সারতে চান, সাধ্যের মধ্যে ব্যায়ে সেই ব্যবস্থাও থাকছে এই জায়গায়। একইসঙ্গে এই সংস্থায় রয়েছে অত্যাধুনিক ব্যবস্থাপনাও। সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, আশালতা দেবীদের উপস্থিতিতেই র্যাপিড স্পোর্ট ফিটনেসের(RSF) সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণা করে ফুলবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া(FPAI)। ভারতীয় ফুটবলারদের জন্য এমন একটা কাজ করতে পেরে আপ্লুত সভাপতি মেহরাজউদ্দিন ওয়াড়ু সহ সচিব অরিম্দম ভট্টাচার্যও।
এই প্রসঙ্গে অরিম্দম ভট্টাচার্য বলেন, সত্যিই খুব আনন্দিত। এই উদ্যোগের হাত ধরে ভারতীয় ফুটবল আরও উন্নতির দিকেই যাবে বলে আশা করছি।
একইসঙ্গে র্যাপিড স্পোর্ট ফিটনেসের প্রতিষ্ঠাতা চেলস্টন পিন্টো বলেন, পুরুষ এবং মহিলা উভয় ফুটবলারদের গোটা ভারতে রিহ্যাব, ফিজিক্যাল ফিটনেস, স্ট্রেন্থ নানান সুযোগ সুবিধার জন্য ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি আমরা। বহু সংখ্যার ফুটবলাররা শুধুমাত্র চোট পেয়ে খেলার থেকে হারিয়ে যান। তেমনটা যাতে না হয় সেই কথা মাথায় রেখেই তাদের দ্রুত মাঠে ফিরিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ।







