ভারতীয় বিমান পরিসেবায়(Flight Delay) বড়সড় বিভ্রাট। দিল্লি বিমান বন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের যান্ত্রিক ত্রুটির কারণে কার্যত স্তব্ধ গোটা ভারতের বিমান পরিসেবা। এর ফলেই যেমন বহু বিমান সময়ের থেকে বহু দেরীতে ছাড়া হচ্ছে। তেমনই বাতিল হতে পারে বহু বিমানও। সমস্যা শুধু দিল্লি বিমানবন্দরে নয়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এটিসি-তে(ATC) সফটওয়্যার ত্রুটির কারণে বিভ্রাট দেখা দেওয়ায় মুম্বই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ বিমানবন্দরেও অপেক্ষারত যাত্রীদের লম্বা লাইন পড়েছে।
এই যান্ত্রিক বিভ্রাটের পিছনে রয়েছে অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এর ত্রুটি। যা ফ্লাইট ডেটা ট্রান্সমিশন করে থাকে। সেই (AMSS) কাজ না করায় ভারতের ব্যস্ততম এয়ার করিডোর, মুম্বই থেকে দিল্লি পর্যন্ত বিমান পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রসঙ্গত দেশের ব্যস্ততম বিমানবন্দর দিল্লি। দিল্লি বিমানবন্দর দিয়ে রোজ ১৫০০ বিমান ওড়ে। এখন ত্রুটির কারণে বিমানগুলি অনেক দেরিতে(Flight Delay) ছাড়ছে। সেইসঙ্গে বহু উড়ান বাতিলও করা হতে পারে। দিল্লিতে প্রায় ৩০০ বিমান দেরিতে চলছে। সূত্র জানিয়েছে, দিল্লি রানওয়েতে পার্কিংয়ের জায়গা না থাকার কারণে বিমান সংস্থাগুলি সন্ধ্যার কয়েকটি বিমান বাতিলও করতে পারে। লখনউ, জয়পুর, চণ্ডীগড় এবং অমৃতসর বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।
এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলোর তরফে চেক ইন কাউন্টারে যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষার কথা জানানো হয়েছে। ফ্লাইট স্টেটাস টেক করে তবেই যাত্রীদের বাড়ি থেকে বেড়নোর পরামর্শই দেওয়া হয়েছে। যদিও এখনও কোনও গণ উড়ান বাতিলের ঘোষণা করা হয়নি, তবে ক্রু সদস্যরা ক্রমবর্ধমান যাত্রীর ভিড় মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন।







