বীরভূমে(Birbhum) বড়সড় দুর্ঘটনা। ধস নেমে পাথর খাদানে(Stone Quarry) চাপা পড়ে প্রাণ গেল পাঁচ শ্রমিকের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়ছেন চারজন খাদান শ্রমিক। শুক্রবার দুপুরে পাথর খাদানে শ্রমিকরা পাথর কাটার সময়ই ঘটে এই ভয়াবহ ঘটনা। আচমকা ঘটনাতেই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে। ইতিমধ্যেই আহতদের রামপুরহাট হাসপাতালে(Rampurhat Govt Hospital) নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। বীরভূমে(Birbhum) এমন ঘটনায় আতঙ্কিত আশে পাশের সকলে।
এমন ঘটনায় স্থানীয় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীদের মতে প্রতিদিনের মতো এদিনও পাথর খাদানে(Stone Quarry) খাদান শ্রমিকরা গিয়েছিলেন পাথর কাটার কাজ করতে। দুপুরের দিকেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। আচমকাই খাদানে ধস নামে। কোনও কিছু বোঝার আগেই সব শেষ। সরে যাওয়ার সময় টুকু পাননি সেখানকার শ্রমিকরা। প্রায় ১0 থেকে ১২ জন শ্রমিক নাকি সেই সময় খাদানে কাজ করছিলেন বলে জানা গিয়েছে। যেকজন কাজ করছিলেন সকলেই চাপা পড়ে গিয়েছিলেন।
সেই খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য খাদানের শ্রমিকরা সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসেন এবং নিজেরাই উদ্ধার কার্যে হাত লাগানো শুরু করেন। কিন্তু ততক্ষণে পাঁচ জনের মৃত্যু হয়ে গিয়েছিল। যে চারজনকে উদ্ধার করা হয়েছিল, তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। গুরুতরভাবেই আহত হয়েছিলেন তারা। এরপরই তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়ছিল। সেখানেই শুরু হয় চিকিৎসা।
তিনজনের অবস্থা স্থীতিশীল হলেও, একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার পরই তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিল নলহাটি থানার পুলিশ।
সেখানেই শুরু হয়েছে উদ্ধার কাজ। দেখা হচ্ছে আর কোনও শ্রমিক সেখানে আটকে রয়েছেন কিনা সেটাই দেখা হচ্ছে। অন্যান্য শ্রমিকরাও পাথর সরিয়ে খোঁজ করার কাজে হাত লাগিয়েছে।







