শনিবারের সকালেই হৈচৈ পড়ে গিয়েছিল কলকাতার ব্যবসার একেবারে প্রাণ কেন্দ্রে। ভয়াবহ আগুন লেগেছিল এজড়া স্ট্রিটে(Ezra Street)। সবচেয়ে বড় চিন্তার বিষয় হল সেখান থেকেই গোটা বাংলার বেশিরভাগ জায়গায় ওষুধ সরবরাহ হয়। শনিবার সেই এজড়া স্ট্রিটেই ভয়াবহ আগুন লাগে ভোর পাঁচটা। সময় যতই এগোয় ততই ভয়াবহ রূপ নিয়েছিল সেই আগুন। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে দমকলের সংখ্যাও। শেষপর্যন্ত আগুন আয়ত্তে আনা গেলেও, বেআইনি নির্মানের অভিযোগ উঠতে শুরু করেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)।
এদিন এজরা স্ট্রিটের দ্বিতীয় তলে একটি ইলেকট্রিকের গোডাউনে আগুন লেগেছিল। সেখান থেকেই ক্রমে ছড়িয়ে পড়ছিল আগুন। শেষপর্যন্ত আগুন নেভাতে ২৪টি ইঞ্জিন নামাতে হয়েছিল। এমন পরিস্থিতিতে সঙ্গেসঙ্গেই প্রায় সেই জয়গায় উপস্থিত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)। সেখানেই পরিস্থিতি খতিয়ে দেখেছেন দমকল মন্ত্রী। সেখানে যে ব্যবসায়ীদের সব রমকমের সাহায্য করা হবে সেই কথাও দিয়েছেন সুজিত বোস।
সেখানে উপস্থিত হয়ে সুজিত বোস জানান, “ফরেন্সিক না হওয়া পর্যন্ত কিছুই জানা যাবে না। কীভাবে আগুন লাগল, কী থেকে এমনটা হয়ছে সবকিছুই জানার একটা চেষ্টা চলছে। তবে ব্যাবসায়ীদের সবরকম সাহায্য করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে”।
এজরা স্ট্রিট অত্যন্ত ঘিঞ্জি এলাকা। সেইসঙ্গে তারের জট। এছাড়াও বহু দোকানে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকারও অভিযোগ উঠছে। যদিও পরিস্থিতিতে ভালো করে পর্যবেক্ষণ করেছেন দমকল মন্ত্রী সুজিত বোস। কোনোরকম বেআইনি কিছু রয়েছে কিনা সেটাও দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এমন বারবার অগ্নি কাণ্ডের ঘটনা কিন্তু বেশ চিন্তার কারণই হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক দলের কাছে। সেইসঙ্গে ফায়ার সেফটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে।







