২০২৬ সালের বিশ্বকাপ(2026 Fifa World Cup) নিয়ে এখন জোর চর্চা চলছে। সেখানেই এবার নতুন নিয়ম আনতে চলেছে ফিফা(Fifa)। ম্যাচের দুই অর্ধেই এবার বাধ্যতামূলক তিন মিনিটের হাইড্রেশন বিরতি(Hydration Break) দেওয়ার নতুন নিয়ম ঘোষণা করল ফিফা। এবার আমেরিকা(USA), মেক্সিকো(Mexico) এবং কানাডা(Canada) মিলিয়ে হবে ফুটবল বিশ্বকাপ। তার আগেই এবার একটা বিশেষ নিয়ম ঘোষণা করল ফিফা। এতদিন হাইড্রেশন বিরতি থাকলেও, এবার সেটা ম্যাচের দুই অর্ধেই বাধ্যতামূলক করে দিল ফিফা।
এবারের ক্লাব বিশ্বকাপের(Club World Cup) সময়ই আমেরিকায় ফুটবলারদের নানান সমস্যায় পড়তে দেখা গিয়েছে। বারবারই সেই নিয়ে অভিযোগও উঠেছিল। যথার্থ কুলিংয়ের সময় এবং ফুটবলারদের বহু ক্ষেত্রে ডিহাইড্রেট হয়ে পড়ার মতো সমস্যা হয়েছিল। সেই কথা মাথায় রেখেই এবার ফিফাও(Fifa) নতুন সিদ্ধান্ত ঘোষণা করার পথে এগোতে চলেছে। কেমনভাবে রেফারি এই নিয়ম কার্যকর করবেন মাঠে সেই কথাও জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট করে।
দুই অর্ধেই ম্যাচের বয়স যখন ২২ মিনিট হবে, সেই সময়ই এই তিন মিনিটের বিশেষ হাইড্রেশন বিরতি(Hydration Break) দিতে হবে। সেই সময়টা কার্যত ফুটবলারদের কুলিং টাইম হিসাবেই ধরা হবে। এতদিন এই নিয়মটা বেশি কাজ করত ছাদ ঢাকা স্টেডিয়ামে। কিন্তু ফিফার এই নিয়মে বলা হয়েছে যে স্টেডিয়াম যেমনই হোক না কেন, এই হাইড্রেশন বিরতি দিতেই হবে।
একইসঙ্গে বলা হয়েছে যে যদি ২২ মিনিটের কিছুক্ষণ আগে কোনও ফুটবলারের চোট কিংবা অন্য কোনও কারণে যদি ম্যাচ বন্ধ হয়, সেক্ষেত্রে সেই তিন মিনিটটা সেই সময়ের সঙ্গে জুড়েও দিতে পারবেন রেফারিরা। এই নতুন নিয়মে যে ফুটবলারদের খানিকটা হলেও স্বস্তি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।





