ভোট(Election) যত এগিয়ে আসছে এসআইআর(SIR) নিয়ে ততই উত্তেজনবার পারদ চড়তে শুরু করেছে। এবার শোনাযাচ্ছে যে রাজ্যগুলোতে নির্বাচন রয়েছে সেখানেই নাকি আগে হয়ে যেতে পারে এসআইআর(SIR)। গত বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যের নির্বাচন কমিশনারদের(CEO) সঙ্গে বিশেষ বৈঠক সেরেছেন জাতীয় নির্বাচন কমিশনার(National Election Comissioner)। সেখানেই নাকি এসআইআর(SIR) নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলেই শোনা যাচ্ছে। দুদিন ধরেই হয়েছে বৈঠক। নির্বাচন মুখী রাজ্যে যে এসআইআর নিয়ে চাপোন উতোর আরও বাড়তে চলেছে তা বেশ স্পষ্ট।
বুধবার এবং বৃবস্পতিবার পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় নির্বাচন কমিশনার। বৈঠক শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অসম, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পন্ডিচেরি, তামিলনাড়ু ও কেরালার সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক সেরেছে নির্বাচন কমিশন। নির্বাচনমুখী এই রাজ্য গুলোতে আগে এসআইআর হয়ে যাওয়ার একচটা সম্ভাবনা রয়েছে।
আগামী বছর পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যে নির্বাচন রয়েছে। সেই কারণেই সেখানকার সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক সারে নির্বাচন কমিশনার। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার এসএস সান্ধু ও বিবেক যোশী।







