সুপার কাপের(Super Cup) ফাইনালে হার। তারপরই অনির্দিষ্ট কালের জন্য ফুটবলারদের ছুটি দিয়ে দিল ইস্টবেঙ্গল(Eastbengal)। এফসি গোয়ার কাছে হারের পরই সোমবার কলকাতায় ফিরেই স্পেনে ফিরে যাওয়ার বিমান ধরলেন সওল ক্রেসপো(Saul Crespo)। দেশীয় ফুটবলাররাও যার যার বাড়ি ফিরে গিয়েছেন। তবে দলের সঙ্গেই কলকাতায় ফিরে এসেছেন হিরোশি(Hiroshi Ibusuki), রশিদ(Mohammed Rashid), মিগুয়েল, কেভিন এবং হামিদ। আপরাতত কয়েকদিন শহরে থেকে তারাও ফিরে যেতে পারেন তাদের বাড়িতে। আইএসএল কবে থেকে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। সেই কারণে আপাতত ফুটবলারদের বিশ্রাম দেওযারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইএফএ শিল্ডের পর সুপার কাপেও সেই একই ফলাফলের পূণরাবৃত্তি। সেখানেও সেই টাই ব্রেকারেই হারতে হয়েছে লাল-হলুদ(Eastbengal) ব্রিগেডকে। এমন পরিস্থিতিতে দলের ফুটবলাররাও যে হতাশ তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে পরপর দুটো প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনোর পরও।
এরপর তাদের সামনে রয়েছে আইএসএল। যদিও সেই প্রতিযোগিতা কবে হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এমন পরিস্থিতিতে ফাইনালের পরই ইস্টবেঙ্গলের(Eastbengal) ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। কবে থেকে অবশ্য লাল-হলুদের প্রস্তুতি শুরু হবে তা এখনও পর্যন্ত ঠিক নেই। সেই কারণেই ফুটবলারদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে। দেশীয় ফুটবলাররাও আপাতত কয়েকদিনের বিরতিতে।
কবে থেকে ইস্টবেঙ্গলের পরবর্তী প্রস্তুতি শুরু হয় সেটাই দেখার অপেক্ষায় এখন সকলে।





