হাসপাতালে চিকিৎসা চলাকালীনই এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল বারাসত মেডিকেল কলেজের (Barasat Medical College) তৃতীয় বর্ষের চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে। প্রসঙ্গত এই চিকিৎসক দীননাথ কুমার আরজি কর মেডিকেল কলেজের (RG Kar Movement) আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন। নাবালিকাকে শ্লীলতাহানির (Child Molestation) অভিযোগে বৃহস্পতিবার বারাসাত মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেফতার করল বারাসাত থানার পুলিশ।
হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, গত বুধবার অ্যাপেন্ডিক্স অপারেশন করার সময় অভিযোগকারী ওই নাবালিকার প্রাথমিক চিকিৎসা করবার সুযোগে তার শ্লীলতাহানি করে দীননাথ কুমার। এরপর এই ঘটনার কথা নাবালিকা তার পরিবারকে জানালে, পরিবারের তরফ থেকে ওই পিজিটি চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
দীননাথ কুমার বিহারের বাসিন্দা। বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্র। বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি। এমনই জানান বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট সুব্রত মন্ডল। দীননাথ কুমারের গ্রেফতার প্রসঙ্গে তিনি আরও বলেন, “পুলিশ অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করেছেন এবং তদন্ত করে দেখছে।” পুরো বিষয়টিই যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাই এই বিষয়ে বেশি কিছু বলতে চাননি তিনি। তবে তদন্তে প্রকৃত সত্য সামনে আসুক এবং দোষী শাস্তি পান বলেই জানান তিনি।
গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসক দীননাথ কুমারকে। শুক্রবার অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ৩৫১(২)/৭৪/৭৬/বিএনএস এবং ৮ পক্সো ধারায় মামলার রুজ করে আদালতে পেশ করা হবে।







