টানা তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তির লক্ষ্যেই আলাস্কায় বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প ও পুতিন। সেখানে পুতিন জানান এই বৈঠক ‘গঠনমূলক এবং ফলপ্রসূ’ হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এই বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি তিনি আবারও বৈঠক বসার কথাও জানান। এমনকী মস্কোতে ওই বৈঠক করার জন্য নাকি ট্রাম্পকে প্রস্তাবও দেন রাশিয়ার প্রেসিডেন্ট। ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। সব মিলিয়ে এই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিরতির কিছুটা হলেও ইঙ্গিত মিলেছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বৈঠক ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি আশঙ্কা প্রকাশ করছিলেন এই বৈঠকে তাঁর না থাকার সুযোগ নিয়ে পুতিন অনেক বেশি কৌশলী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এদিন বৈঠক শেষে পুতিন স্পষ্ট জানান, এ বার সংঘর্ষ বন্ধ করার জন্য ইউক্রেনের সঙ্গে আলোচনায় যাওয়া সময় এসেছে। এরই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে দীর্ঘস্থায়ী সমাধানের পথ খোঁজার কথাও জানিয়েছেন পুতিন। তাঁর দাবি, যুদ্ধের মূল কারণগুলি নিরসন করতে হবে। এই কাজে এবং শান্তি প্রক্রিয়ায় ইউক্রেন এবং রাশিয়ার কেউই বাধা সৃষ্টি করবে না বলেও তাঁর আশা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন যে, পুতিনের সঙ্গে বৈঠক যদিও ফলপ্রসূ হয়, তাহলে দ্বিতীয় বৈঠক ডাকবেন তিনি। সেই মতো আলাস্কায় শুক্রবারের বৈঠক শেষেই দ্বিতীয় বৈঠকের সম্ভাব্য ভেন্যুও ঠিক হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মতো মস্কোতেই সম্ভবত বসতে চলেছে দ্বিতীয় বৈঠক। এমনকী এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর কথা বললে, তাতে নাকি আপত্তি করেননি পুতিন। সব মিলিয়ে ট্রাম্পের হস্তক্ষেপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনার পারদ যে গলতে শুরু করেছে তার কিছুটা আঁচ পাওয়া গেল এই বৈঠকে।







