বাংলা ‘দখল’ করতে না পেরে লাগাতার রাজ্যের সাথে বঞ্চনা করছে কেন্দ্র— এই অভিযোগ এর আগেও একাধিকবার শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এর মধ্যে আবার নতুন সংযোজন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের নির্যাতনের ঘটনা। আর ঠিক এই আবহে ফের আরও একবার বাংলার প্রতি বঞ্চনা নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বোলপুরে প্রশাসনিক বৈঠকে বঞ্চনা নিয়ে সরব হন তিনি। তবে এই বঞ্চনার মধ্যেও উন্নয়নমূলক কাজ কীভাবে করতে হবে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে তা হাতেকলমে শিখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বোলপুর থেকে তিনি বলেন, “কেন্দ্র টাকা আটকে রেখেছে। এই অবস্থাতেও এলাকার উন্নয়নমূলক কাজ করতে হবে। রাজ্যের টাকাতেই সব কাজ হবে। এলাকার কাজের জন্য জেলা পরিষদ থেকে ৫ শতাংশ, পঞ্চায়েত সমিতি থেকে ৫ শতাংশ, স্থানীয় এমএলএ(MLA)-রা ১০ লক্ষ টাকা দেবেন। এই সব টাকা নিয়ে জমা পড়বে ডিএমদের কাছে। বাকি টাকা দেবে রাজ্য সরকার।”







