সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার রাত থেকে ব্যাপক উত্তেজনা ছড়াল। মৃতার নাম অঙ্কিতা চ্যাটার্জী। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। পেশায় তিনি একটি বি-টেক কলেজের অধ্যাপিকা ছিলেন।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট অঙ্কিতা একটি বেসরকারি নার্সিংহোমে সন্তানের জন্ম দেন। সোমবার রাত আটটা নাগাদ হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তড়িঘড়ি তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, একাধিকবার অভিজ্ঞ চিকিৎসককে ডাকলেও সাড়া মেলেনি। এরপর একটি ইনজেকশন দেওয়ার পরপরই অঙ্কিতার মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে মৃতার আত্মীয়-পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অঙ্কিতার। মৃতার বাবা রীতিমতো ক্ষোভ প্রকাশ করে পুলিশের সামনেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রাণনাশের হুমকিও দেন।
শেষমেষ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পরিবারের তরফ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে বলেই জানানো হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।







