উত্তরবঙ্গে(North Bengal Flood) দু্র্যোগ। বন্যা কবলিত উত্তরবঙ্গে বিপর্যস্ত সেখানকার সাধারণ জীবন। পরিস্থিতি পর্যবেক্ষণের পর ভূটানের(Bhutan) বিরুদ্ধেই জল ছাড়ার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। তাদের তরফ থেকেই ক্ষতিপূরণের দাবীও করলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভূটানের জল ছাড়ার জন্যই উত্তরবঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারও তুলে দিলেন তিনি।
গত রবিবারই ফের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। সোমবার দিয়েছিলেন নাগরাকাটায়(Nagrakata)। সেখানেই ক্ষতিগ্রস্তদের পরিবারের একজন সদস্যদের হাতে তুলে দিয়েছেন রাজ্য সরকারের চাকরির নিয়োগপত্র। আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এমন পরিস্থিতির জন্য ভূটানের জল ছাড়াকেই দুষছেন তিনি।
নাগরাকাটায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ভূটানের জল ছাড়ার জন্যই এমনটা হয়েছে। তাদেরই উচিৎ ক্ষতুপূরণ দেওয়া। এছাড়াও মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আমরা বারবারই বলে এসেছি ইন্দো-ভূটান কমিশন তৈরির কথা। যেখানে সদস্য হিসাবে থাকবে বাংলাও। গোটা ঘটনাটাই হয়েছে ভূটানের জল ছাড়ার জন্যই”।
একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও দুষেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেন্দ্র্রের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আমরা আমাদের তরফ থেকে সবটাই করছি। কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের একটাও টাকা দিচ্ছে না”।
গত রবিবারই বন্যা কবলিত উত্তরবঙ্গে(North Bengal Flood) পৌঁছে আলিপুরদুয়ার সহ বন্যা কবলিত প্রতিটি এলাকাই পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারি তিনি গিয়েছিলেন নাগরাকাটায়। সেখানেই তিনি প্রথম যান বামনবাড়ি। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সাত সদস্যদের হাতে তুলে দিয়েছিলেন চাকরির নিয়োগপত্র। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে যা যা সাহায্য করা যায় সমস্ত প্রতিশ্রুতিই দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুধুমাত্র চাকরিই নয়, “মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার কথাও এদিন জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ যে শুরুও হয়ে গিয়েছে তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পরিবারপিছু একজনকে সরকারী চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। এদিন সেই সমস্ত নিয়োগপত্র আমরা তুলে দিয়েছি”।
একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অবশেষে রাজ্যের তরফে ক্রমাগত চাপের ফলে আগামী ১৬ অক্টোবর কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠকে বসার কথা জানানো হয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।







