আরজিকর কান্ডের এক বছরের মাথায় ফের অভয়ার খুন-ধর্ষণ কাণ্ডে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত বলে বিস্ফোরক দাবী তুললেন অভয়ার মা। বুধবার দিল্লি যাওয়ার উদ্দেশ্যে নাটাগড় থেকে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হন অভয়ার বাবা এবং মা। পরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভয়ার মায়ের স্পষ্ট বক্তব্য, ” আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী এই খুন এবং ধর্ষণের জড়িত, আর তাই আমাদের উনি ভয় পাচ্ছেন। মনে রাখবেন যারা আমার মেয়ের স্বপ্নকে নষ্ট করেছে তাদের কাউকে শান্তিতে থাকতে দেবো না।” ৯ আগষ্টের অরাজনৈতিক নবান্ন অভিযান ঘিরে তৎপর প্রশাসন। এমনকী বুধবারই নবান্ন অভিযানের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে হাওড়ার এক ব্যক্তি, রাজনৈতিক মহলের মতে, সরকার সরাসরি না করে, ঘুর পথে এই মামলা দায়ের করিয়েছে। এই প্রসঙ্গে অভয়ার মায়ের বক্তব্য,” নবান্ন অভিযান সফল হলে অনেকে ধরা পড়ে যাবে। তাই উনি ভয় পাচ্ছেন।” তার আরও ব্যাখ্যা,” আসলে উনি ভেবেছিলেন এই ঘটনাটা খুব সহজে চেপে দেওয়া যাবে। আমার মেয়েকে খুব সাধারণ ভেবেছিলেন। আমাদের টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন।”







