৯ আগস্ট নবান্ন অভিযানের বিরোধিতা করে আদালতে গেলেন এক ব্যক্তি। হাওড়ার বাসিন্দা এই ব্যক্তি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা করেন হাওড়ার ওই ব্যক্তি। ইতিমধ্যেই সেই মামলার অনুমতিও মিলেছে। সম্ভবত আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানি। ৯ আগস্ট অভয়ার বাবা-মা ও পরিবার অরাজনৈতিকভাবে এই নবান্ন অভিযানের ডাক দেন। উল্লেখ্য ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় চিকিৎসক অভয়াকে। ইতিমধ্যে এই ঘটনায় সঞ্জয় রাই নামে একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই তদন্তে এখনও ন্যায় বিচার আসেনি বলে মনে করছেন অভয়ার বাবা-মা ও তার পরিবার। আর সেই দাবিতেই ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন তাঁরা। যদিও নবান্ন অভিযানে জুনিয়র ডাক্তারদের সংগঠন যোগ দেবে না বলে গতকালই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিল। তবে পতাকা ছাড়া ইতিমধ্যেই বিজেপির কর্মীদেরকে এই অভিযানে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে পদ্ম শিবির। এমনকি এই অভিযানের জন্য ইতিমধ্যেই প্রস্তুত রাজ্য সরকারও। তারই মধ্যে নবান্ন অভিযানের বিরোধিতা করে মামলা হল হাইকোর্টে।







