সেই আবার আক্রান্ত বাংলার শ্রমিক। এবার সেই বিজেপি শাসিত রাজস্থান। শুধুমাত্র ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া নয় মালদার এক শ্রমিককে, এখানেই শেষ নয়, করে দেওয়া হলো ‘পুশব্যাক’ও । রীতিমতো অমানবিকভাবে পে-লোডার মেশিনের সাহায্যে বিএসএফ সীমান্তে কাঁটাতারের ওপারে ছুঁড়ে পাঠানো হয়েছে বলে মারাত্মক অভিযোগ। মালদহের বাসিন্দা ওই পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন।
মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন রাজস্থানে। পরিবারসূত্রে জানা গিয়েছে, প্রায় তিনমাস আগে তিনি রাজস্থানে কাজের জন্য গিয়েছিলেন। সেখানে তিনি বাংলাতেই কথা বলেন। অভিযোগ, বাংলাদেশি অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ। তাঁর কাছে দেশের নাগরিক হিসেবে সচিত্র পরিচয়পত্র থাকলেও, সেসব কথা কানে তোলা হয়নি বলে অভিযোগ।শুধু তাই নয়, আমির শেখকে রাজস্থানের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল বলে অভিযোগ। এরপর তাঁকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। রাজস্থান পুলিশ আমির শেখকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্তে পাঠিয়েছিল। বিএসএফের মাধ্যমে তাঁকে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ। আরও মারাত্মক অভিযোগ, তাঁকে পে লোডার মেশিনের সাহায্যে সীমান্তের কাঁটাতারের ওপারে ছুঁড়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বাংলাদেশ থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন বলে খবর। পরিবারের দাবি, আমিরের আধার কার্ড-সহ অন্যান্য পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাঁকে আটক করা হয়েছিল।







